আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন মেয়র পদের মনোনয়ন প্রত্যাশী শাহিদুজ্জামান শিপু
আসন্ন গাংনী পৌরসভ নির্বাচনে ব্যাস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী শাহিদুজ্জামান শিপু। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিভিন্ন দলের মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। আসলে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে সেটি মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত বলা কঠিন। তবে বর্তমানে দেখা যাচ্ছে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা বিভিন্নভাবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শাহিদুজ্জামান শিপুর নির্বাচনী কার্যালয়ে সামনে শত শত লোকের ভিড়। গাংনী পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন শাহিদুজ্জামান শিপু।