আল নাহিয়ান খান জয়ের জন্মদিনে গাংনীতে দোয়া মাহফিল
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এর জন্মদিন উপলক্ষে দিঘলকান্দি মাদ্রাসায় দোয়া মাহফিল ও ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিবুল ইসলাম তনয়ের উদ্দ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আশিকুজ্জামান সবুজ, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশ, গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার নাজিম জয়, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম এছাড়াও গাংনী উপজেলা ও ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।