আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ও বড়গাংনী বাজার পুলিশ তদন্তকেন্দ্র বার্ষিক পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প ও বড়গাংনী বাজার পুলিশ তদন্তকেন্দ্র বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ক্যাম্পে কর্মরত অফিসার-ফোর্সদের উন্নতমানের খাবার গ্রহণ এবং প্রয়োজনী স্বাস্থ্য সুরক্ষার সামগ্রীসহ নিয়মিত ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন।
উক্ত পুলিশ ক্যাম্প ও তদন্ত কেন্দ্র পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং ক্যাম্প ও তদন্ত কেন্দ্রের কর্মরত অফিসার ফোর্সগন।