আলমডাঙ্গায় অজ্ঞাত ঝুলন্ত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি মাঠের বট গাছের ডাল থেকে গলায় পাটের আঁশ পেঁচানো অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে কৃষকরা কালিতলা মাঠে গেলে ওই লাশ দেখতে পায়। লাশের মাথায়, গলায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে পাটের আঁশ গলায় পেঁচানো অবস্থায় ওই যুবকের লাশ বট গাছের ডালে ঝুলছিল। তারা মনে করে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর গাছের ডালের সাথে ঝুলিয়ে রাখা হতে পারে।
থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।