আম্পায়ার যখন সন্ত্রাসী!

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:40 PM, 24 February 2021

ক্রিকেট খেলায় আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করায় ক্রিকেটারদের উপর হামলা চালিয়েছে আম্পায়ার। এতে ৫ জন ক্রিকেটার আহত হয়েছে। বুধবার মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর গ্রামের মাঠে স্বাগতিক চকশ্যামনগর সাথে রাজাপুরের একটি দলের ক্রিকেট খেলা চলছিল। রাজাপুর দলের বল করার সময় আম্পায়ার আতিয়ার রহমান একটি বলকে ওয়াইড ঘোষণা করেন। এসময় বলার আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করলে আম্পায়ার হঠাৎ করে রাগান্বিত হয়ে স্ট্যাম্প তুলে নিয়ে রাজাপুরের খেলোয়াড়দের ধাওয়া করেন। এ সময় তার সঙ্গে গ্রামবাসীযোগ দিয়ে রাজাপুরের খেলোয়াড়দের পিটিয়ে জখম করে। আহত অবস্থায় রাজাপুরের আঙ্গুর আলীর ছেলে তারিক, আজগর আলীর ছেলে আরিফ, আবু সিদ্দিকের ছেলে শামীম ও তার ভাই কামাল, ইসলামের ছেলের রকিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মতামত লিখুন :