আমি বাংলাদেশ
আমি বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের
বিনিময়ে স্বাধীন সত্তা ;
ফুল ফসলে ভরে দেই তোমাদের
ঘুঘু ডাকা ভর দুপুর গাংচিল সন্ধ্যা।
আমার বুকে লালন করি
বিশ কোটি মানুষের আবেগ অনুভূতি
দেখাতে চাই আলোর পথ
সজনে ডাটায় দোয়েলের শিষ বারো মাস!
আমি বাংলাদেশ আমি কারো একার নয়
আমার রূপ সৌন্দর্য করে ভাগাভাগি
বিলিন হয়ে সবার হৃদয়ে থাকতে চাই;
আমি হাজারো মাঝি মাল্লার গান সুর
ফুলের কাটা নয় সুগন্ধি বিলাই।
আমি চেষ্টা করি নিপিড়ীত মানুষের
মুখে হাসি ফোটাতে-
পিপাসা তুর পথিকের তৃষ্ণা মেটাই
চাই একই আকাশের নীচে-
নিরাপদ রাখতে।
আমি সবুজ প্রকৃতির অপরুপ মেলা
সাগর পাহাড় নীল নীলিমা
সমুদ্র সৈকত অবাদ সাতার!
আমি প্রিয়ার খোপায় গুজে দেয়া
রঙিন গোলাপের কলি করি চাষ
পাখ পাখালির কলোরবে ভরিয়ে রাখি বারো মাস।
কি নেই ছোট্ট এই ভূখণ্ডে
আছে দোয়েল শলিক কোকিলের কুহু কুহু
মিষ্টি মধুর সুর-
আছে আউশ আমন পিঠা পুলি
শরতের কাশ ফুল।
যদি প্রশ্ন করো বাংলাদেশ তুমি কার?
উত্তর দেয়ার আমার ভাষা নেই
কি দিব উত্তর!!
আমি চাই বাংলার মানুষের মুখে হাসি ফুটুক
কিষাণ আর কুলি চাষা আর মজুর
অবাদে কাটুক সাঁতার ;
যা করো আমার বুকে আমি সয়ে যাই
সইবোনা আমার ছোট্ট ভূখণ্ডে
বসবাস কৃত মানুষের-উপর
যদি করো নির্যাতন অত্যাচার!
লেখকঃহাওলাদার বেলাল