আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদর উপজেলার আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। আমদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি কাজি শহীদের সঞ্চালনায় কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন , আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শওকত হোসেন, মনিরুল ইসলাম, মনোর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বুলু প্রমুখ।