আবারও ভুল চিকিৎসার অভিযোগ মেহেরপুর রমেশ ক্লিনিকে ভূল অপারশেনে মল নিয়ে হরিজনের রমেশ ক্লিনিক ঘেরাও

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:57 PM, 06 December 2023

ভুল পিত্তথলির অপারশনের প্রতিবাদ ও ক্ষতি পুরনের দাবিতে বালর্তি ভর্তি মল নিয়ে মেহেরপুর শহরের রমেশ ক্লিনিক ঘেরাও করেছে হরিজন সম্প্রদায়।
আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
হরজিন বিনোদ বাসফর জানান, গত ১০ সেপ্টম্বর তার স্ত্রী জোসনা বাসফর রমেশ ক্লিনিকে পিত্তথলিতে অপারেশন করে। তারপর থেকে রুগীর পেটে নানা জটিলতা দেখা দেয়। ১০/১৫দিন রমেশ ক্লিনিকে চিকিৎসা প্রদানের পরও অবস্থার অবনতি হতে থাকে। এরপর জোসনাকে ক্লিনিকের পক্ষ থেকে রাজশাহি মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১০/১৫দিন চিকিৎসা প্রদানের পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে জোসনা বাসফর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে । তার অবস্থা আশংকা জনক। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার বলছে পুর্বের অপারেশন ভুল ছিলো । এখন নতুন করে আবার অপারেশন করতে খরচ হবে প্রায় ৬ লাখ টাকা। রমেশ ক্লিনিকের কাছে এ টাকা ক্ষতি পুরন দাবি করলে তার দিতে অস্বীকার করে। তাই আজ সন্ধ্যায় আমাদের সম্প্রাদয়ের লোকজন ঝাটা ও মল নিয়ে রমেশ ক্লিনিক ঘেরাও করে। পরে স্থানীয় কাউন্সিলর ও পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মিমাংসা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশর একটি দল ঘটনা স্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়নস্ত্রণে আনে। বর্তমানে অবস্থা স্বভাবিক রয়েছ।
রমেশ ক্লিনিকের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

আপনার মতামত লিখুন :