আবারও বলিউড কাঁপাবেন শাহরুখ-দীপিকা

আবারও বলিউড কাঁপাবেন শাহরুখ-দীপিকা

শেয়ার করুন

ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক ব্যবসা সফল ছবির বদান্যতায় সিনেমা প্রেমীদের থেকে বলিউডের কিং তকমা পেয়ে যান শাহরুখ খান। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেই শক্তিমান অভিনেতার মুক্তি পাওয়া ‘ফ্যান’, ‘রইস’, ‘যব হ্যারি মেট সেজল’ ছবি সাড়া জাগাতে ব্যর্থ।

এমনকি বক্স অফিসে ‘জিরো’ ছবিও মুখ থুবড়ে পড়েছে। তাই এবার দীপিকাকে নিয়ে ফের বলিউড কাঁপাবেন বলিউড কিং বলে প্রত্যাশা করছেন সিনেমা বিশ্লেষকরা।প্রাপ্ত তথ্যানুযায়ী, ওম শান্তি ওম ছবির মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন দীপিকা পাড়ুকোন। ওই ছবিটি তখনকার সময়ে মারদাঙ্গা ব্যবসা করে। পরে দুইজনের অনবদ্য অভিনয়ের মাধ্যমে চেন্নাই এক্সপ্রেস ছবিও ব্যবসা সফল হয়। কিন্তু এরপর থেকেই শাহরুখ খানের ক্যারিয়ারে ব্যর্থতার আভাস মেলে।

বলিউড কিং শাহরুখ খান নতুন ছবি নিয়ে ফেরার আভাস পাওয়া গেছে। ছবিটির নাম হবে পাঠান। আর ছবিকে ব্যবসা সফল করতে নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোনের ওপর ভরসা করছেন তিনি। কারণ শাহরুখ-দীপিকা জুটি মানেই সিনেমা প্রেমী দর্শকদের জন্য আলাদা রোমাঞ্চকর অনুভূতি। তাই পাঠান ছবির মাধ্যমে ফের বলিউডের বক্স অফিস কাঁপাবেন বলে প্রত্যাশা করছেন সিনেমা বিশ্লেষকরা।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বরে সবশেষ শাহরুখের খান অভিনীত ‘জিরো’ ছবি মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি এ অভিনেতা। আর চুক্তিবদ্ধ হলেও তা প্রকাশ করেননি। তবে ‘পাঠান’ ছবির মাধ্যমে বলিউডে কামব্যাক করতে চলেছেন রোম্যান্স কিং শাহরুখ।

সূত্রের খবর অনুযায়ী, ‘ওয়ার ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ শাহরুখের পরের ছবি বানাবেন। ছবির প্রযোজনায় থাকবে বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। সংস্থাটির ৫০ বর্ষপূর্তি উপলক্ষে ছবির ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে।

বিনোদন