আবারও গাংনীতে সবজি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা
আবারও মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে দুই বিঘা কফি ক্ষেত কাটার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিয়াঘাট গ্রামে বিশ্বাস পাড়ার মাঠে মৃত আনসার আলী ছেলে আহসান ও মৃত মোফাজ্জল আলীর ছেলে মোজাফফরের কফি ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কে বা তাহারা আহসান ও মোজাফফরের ৩ বিঘা জমির মধ্যে ২ বিঘা জমির কফি কেটে তসরুপ করে।
কৃষক আহসান জানান,ধার-দেনা করে দেড় বিঘা জমিতে কফি আবাদ করি। প্রায় ৫০ হাজার টাকা জমিতে খরচ করেছি কফি বিক্রয় করে ২ লক্ষাধিক টাকার লাভের আশা করেছিলাম। কে বা কারা রাতের আঁধারে ফসল কেটে করেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্যঃগত সোমবার(১১-ই জুলাই) উপজেলার সাহারবাটি গ্রামের টেপু খালি মাঠে মহান আলী নামের এক কৃষকের ৪ বিঘা জমির কুমড়া ও লাউয়ের ক্ষেত কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। গত শনিবার(০৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধানখোলা গ্রামের উত্তর পাড়ায় মৎস্য চাষী ইয়াসিন আলী মাস্টার ও শহিদুল ইসলামের দুর্বৃত্তদের দেওয়া বিষে ৬লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে যায়।