আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার গাংনী থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোর পথের যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এহসান কবির সবুজের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় গাংনী থানার ওসি ওবাইদুর রহমান এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসআই আলী রেজা,আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সদস্য সাহাবুল ইসলাম ও রমজান আলী প্রমূখ।
আলোর পথ যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এহসান কবির সবুজ বলেন,’নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে।