আগে সংস্কার পরে নির্বাচন, বিএনপির সাথে আমাদের দূরত্ব এটা গুজব……..মিয়া গোলাম পরওয়ার
জামায়াতের ইসলামির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলীয় এক কর্মী সম্মেলনে বলেছেন- লগি বৈঠা সংঘর্ষ থেকে ফ্যাসিষ্ট সরকার বিরোধী আমাদের আন্দোলন শুরু। অবশেষে ২৪এ ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে বিতাড়িত হয়ে দেশ ফ্যাসিষ্টমুক্ত হয়েছে। তবে ফ্যাসিষ্টের দোসররা এখন দেশের রন্ধে রন্ধে ঢুকে বসে আছে। সংস্কারের মাধ্যমে এখন প্রশাসনকে এবং রাষ্ট্রকে সংস্কার জরুরী একটি সুষ্ট নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। তাই আমরা আগে সংস্কার তারপর নির্বাচন দাবী করছি। তবে খুব বেশি সময় নয় আবার দুই তিন মাসও নয়। আমরা সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে গ্রহণযোগ্য সময় দিতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন- বিএনপি আমাদের শরীক দল। আমরা একসাথে ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন করেছি। বিএনপির সাথে আমাদের সম্পর্ক এখনও সেই আগের মতই। যারা বিএনপির সাথে আমাদের সম্পর্কে দূরত্ব দেখছে তারা গুজব সৃষ্টিকারী। আগামী নির্বাচনে আমরা ইসলামির দলগুলোর সাথে জোটগতভাবে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি। দল সেভাবেই সংগঠিত হচ্ছে।
আজ শুক্রবার মেহেরপুর শামসুজ্জোহা পার্কে দলের কর্মীসভায় উপস্থিত হয়ে তিনি একথাগুলো বলেন। মেহেরপুর জেলা জামায়াতে ইসলমির আমির তাজউদ্দিন খাঁনের সভাপতিত্বে এই কর্মী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল ইকবাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন, যশোর কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ড. আলমগীর বিশ্বাস।
সট- অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামি
রাব্বি আহমেদ, মেহেরপুর
০১৭১৯-৩৯৩৩৪৪