আগামী ২০মার্চ দীর্ঘদিন পর বাংলাদেশ আওয়ামীলীগের গাংনী শাখার সম্মেলনে সভাপতি প্রার্থী পৌর মেয়র আহম্মেদ আলী

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:13 PM, 11 March 2022

আগামী ২০মার্চ দীর্ঘদিন পর বাংলাদেশ আওয়ামীলীগের গাংনী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়েছে হিসাব-নিকাশ কে হবেন বড় দলের নির্বাচিত সভাপতি।সর্বত্রই চলছে নানা আলাপ আলোচনা সেই জল্পনা কল্পনার অবসান এখন সময়ের দাবি।

কিন্ত সব হিসেব-নিকেশের অবসান শেষে কে হবেন আওয়ামীলীগের গাংনী উপজেলা শাখার সভাপতি।প্রার্থীদের নিয়ে সামাজিক গন মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অলি গলিতে শুরু হয়েছে গুনজন।

সভাপতি প্রার্থী হিসেবে প্রস্তুতি নিয়েছেন বিগত বিএনপি সরকারের অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা সহ্য করে যিনি আওয়ামীলীগকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করে রেখেছেন সেই আওয়ামী লীগের ফাটাকেষ্ট নামে পরিচিত ইস্পাতের চেয়ে শক্ত ত্যাগী নেতা ও বারবার নির্বাচিত সফল মেয়র আহম্মেদ আলী।আওয়ামীলীগের লৌহ মানব খ্যাত ফাটাকেষ্ট আহম্মেদ আলী সভাপতি হিসেবে অংশ নিয়েছেন।স্থানীয় নেতা কর্মীরা ফাটাকেষ্ট আহম্মেদ আলীকে সভাপতি হিসেবে দেখতে চাই।

শুরু হয়েছে চায়ের দোকানের মাঁচা ও মাঠে ময়দানে আলাপ আলোচনা।ইতোমধ্যে সকল প্রার্থীরা নিজ নিজ নেতা কর্মীদের জনমত সৃষ্টিতে চা চক্রে আমন্ত্রণ জানাচ্ছেন।ভোটের কৌশল তৈরী করছেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থীরা।

দলের সকল প্রার্থীই চাইছে গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হতে।শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবে তা দেখতে সম্মেলনের দিনক্ষন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আহম্মেদ আলী সভাপতি নির্বাচিত হবে বলে তার সর্মথকদের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন :