আক্কেলপুরে ২২ দিনের শিশুকে রেখে মায়ের মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:34 PM, 01 July 2021

জয়পুরহাটের আক্কেলপুরে আশা খাতুন (২০) নামে এক গৃহবধুকে প্রথমের হত্যার অভিযোগ উঠে তার স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে। এরই মধ্যে ওই গৃহবধুর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত হয়। শেষে নিহত ওই গৃহবধুর পরিবারের লোকজনের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেন পুলিশ।

ওই গৃহবধু মাঝগ্রাম লয়াপাড়া মহল্লার মোশারফ হোসেন রাব্বির স্ত্রী। তাদের ২২ দিন বয়সের একটি কন্যা শিশু রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, দের বছর আগে উপজেলার বাড়ইল গ্রামের নূর মোহাম্মদের মেয়ে আশা খাতুনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মোশারফ হোসেন রাব্বির বিয়ে হয়। দেড় বছরের মাথায় তাদের ঘরে কন্যা শিশুর জন্ম হয়। হঠাৎ করেই বুধবার দিবাগত রাতে আশার মৃত্যু হয়।

গৃহবধুর স্বামী মোশারফ হোসেন বলেন, গত ২২ দিন আগে জয়পুরহাটে সূর্যের হাসি ক্লিনিকে সিজার করে আমার স্ত্রীর কন্যা সন্তানের জন্ম দেন। হঠাৎ করে বুধবার দিবাগত রাতে স্ত্রীর বুক ধরফর করে। কিছু বুঝে উঠার আগেই স্ত্রী মারা যান।

ওই গৃহবধুর বাবা নূর মোহাম্মদ বলেন, মধ্য রাতে মেয়ে জামাই ফোন করে বলে আমার মেয়ে মারা গেছে। আমার মেয়ের কোন অসুক ছিল না। সিজার করার পর থেকে মেয়ে আমাদের বাড়িতেই ছিল। গত শনিবার মেয়েকে আমাদের বাড়ি থেকে নিয়ে আসে জামাই। হঠাৎ রাতে মৃত্যুর খবর শুনি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানতে পারি অসুস্থ্যজনিত করানেই গৃহবধুর মৃত্যু হতে পারে। যেহেতু তাদের পক্ষ থেকে কোন অভিযোগ নেই তাই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :