অসুস্থ নেতাকে খোঁজখবর নিতে হাসপাতালে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম
গাংনী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লাকে হাসপাতালে খোঁজ-খবর নিতে ছুটে গেলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। আজ শনিবার ঢাকা মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে খোঁজ-খবর নিতে যান তিনি।
গতকাল শুক্রবার(১৪-অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মেহেরপুর জেলা কৃষকদলের প্রস্তুতি সভায় উপস্থিত হয়েছিলেন। পরে মেহেরপুর জেলার দলীয় কার্যালয়ে সভা চলাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন গাংনী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাজিপুর সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মোল্লা। পরে নেতাকর্মীরা তাকে মেহেরপুর জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সময় মধ্যে থাকে ঢাকা মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করে।
ঢাকা মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে রহমান মোল্লার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হক শান্তি,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনি,মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস হোসেন, কাজিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুল এবং গাংনী উপজেলা ছাত্রদল নেতা মুহাম্মদ আব্বাস আলী উপস্থিত ছিলেন।