অরুপ দিশা দপ্ততি রাত ১ টায় বেড়াতে যেয়ে হঠাৎ কুষ্টিয়া থেকে আটক
আজ বড়বাজার ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদুর রহমান অরুপ ও তার স্ত্রী দিশা দুজনে একত্রে বেড়াতে যাই কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কচুয়া মোড়া এলাকায় অরুপের ফুফুর বাসায় –
হঠাৎ করে রাত একটার সময় ভেড়ামারা থানা কচুয়া মোড়া ক্যাম্প সহ বেশ কিছু জায়গায় অফিসার বৃন্দু অরুপের ফুফু(মিসেস আবু বক্কর) এর বাড়িতে চিরুনি অভিযান চালায়, এবং যেসব অফিসার বিন্দু সেখানে অভিযান চালিয়েছেন তাদের সাথে একজন বহিরাগত মেহেরপুর থেকে যাওয়া কোন এক ব্যক্তি যেয়ে প্রচন্ড খারাপ ব্যবহার করেছে এমনটি অভিযোগ করেছেন বাড়ির সদস্যরা
(ভিডিও ফুটেজ বিদ্যমান)
এক পর্যায়ে অরূপ দিশাকে তারা গ্রেফতার করে মেহেরপুরের উদ্দেশ্যে নিয়ে আসছে-!!
গ্রেফতারের বিষয়ে ভেড়ামারা থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মেহেরপুর সদর থানা থেকে একটি জিডি নিয়ে তারা এসে সহযোগিতা চেয়েছিলেন,আমি উক্ত এলাকা কচুয়া মোড়া ক্যাম্পকে সহযোগিতার জন্য বলি,তাদের পেয়েছে কিনা তাও জানিনা,
কচুয়া মোড়া ক্যাম্প ইনচার্জের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমাকে ভেড়ামারা থানার ইনচার্জ ফোন করে বিষয়টি না জানিয়ে সহযোগিতার জন্য বলেন, তারা আমার ক্যাম্পে আসলে আমি তাদের সহযোগিতা করেছি,বহিরাগত একজন খারাপ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি কোন কিছু না জানিয়ে ফোন কেটে দেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহদারা এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি আমাদের জানান-একটি অভিযোগে তাদেরকে উদ্ধার করা হয়েছে, অভিযোগ কি ছিল এমন প্রশ্নের জবাবে তিনি জানান মেয়ের গার্জিয়ান কিছু মোবাইলে এসএমএস দেখিয়ে উদ্ধার করতে অভিযোগ করেছে,
এসএমএস গুলো কি আজকের ডেটের ছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সরাসরি কথা বলতে হবে।
অরূপ দিশা দম্পতিকে মেহেরপুরের নিয়ে আসা হচ্ছে।