অবরােধের বিরুদ্ধে- ঘুরে দাঁড়ালেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:41 PM, 31 October 2023

বিএনপি-জামায়াতের অবরােধের বিরুদ্ধে আবারাে ঘুরে দাঁড়ালেন গাংনী পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আহম্মেদ আলী।

বিএনপি-জামায়াতের ডাকা অবরােধের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে মঙ্গলবার দুপুরে মেয়র আহম্মেদ আলী বিক্ষোভ মিছিল ও মােটরসাইকেল শােভাযাত্রা করেন। পরে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার মেয়র ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা আহম্মেদ আলী।

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।

আপনার মতামত লিখুন :