অপসারণ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান, দায়িত্ব পেলেন জেলা প্রশাসক
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহাঃ আব্দুস সালাম সহ সারাদেশে ৬১ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
রোববার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা-৮২ক প্রয়োগ করে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য থাকায় মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসানকে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।
এছাড়া, আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র এবং ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।