অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মধ্যে বয়সী ব্যক্তি হাসপাতালে
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মধ্য বয়সী এক অজ্ঞাত ব্যক্তি এখন মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ।
শ্যামলী পরিবহনের সুপারভাইজার মেহেরপুর জেলা শহরের বোশপাড়ার খোরশেদ আলী জানান, শুক্রবার দিবাগত রাতে ঢাকা বাইপাইল থেকে এফ-৩ ও এফ-৪ নং সীটে দু’জন যাত্রী গাড়িতে উঠেন। একজন কুষ্টিয়া এবং অপরজন কুষ্টিয়ার ছেড়ে কোনো স্থানে নামার কথা ছিল। কিন্তু একজন নেমে গেলেও এই অজ্ঞাত ব্যক্তি সীটেই অজ্ঞান হয়ে পড়ে ছিলেন । আমি গাংনীতে এসে লোকটিকে দেখতে পাই। পরে তাকে আমি গাংনী হাসপাতালে ভর্তি করি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সলের চিকিৎসক ডা. এম কে রেজা বলেন, তাকে অচেতন দ্রব্য খাওয়ানো হয়েছে সম্ভবত। তার চিকিৎসা চলছে।